প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর কসবার দক্ষিণ কলকাতা ল কলেজ আজ খুলেছে। কড়া পুলিশি নিরাপত্তায় অধ্যাপক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের সচিত্র পরিচয়পত্র দেখে কলেজে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সহকারি অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ও আজ কলেজে যান। দুপুর দুটো পর্যন্ত শুধুমাত্র ফর্ম ফিলাপের পর কলেজ বন্ধ করে দেওয়া হয়। আগামীকাল শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস। তবে, নির্দিষ্ট সময়ের পর কেউ কলেজে থাকতে পারবে না।
উল্লেখ্য, গত ২৫ জুন কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠে। ২৯ তারিখ কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ক্লাস বন্ধ রাখার কথা জানান। পরে কলকাতা হাইকোর্ট পঠন-পাঠন চালুর নির্দেশ দেন।
তবে ঘটনার দিন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় কলেজেই ছিলেন কিনা তা নিয়ে ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, হাজিরা খাতায় ভাইস প্রিন্সিপালের কলেজে ঢোকা ও বেরোনোর সময় একই লেখা রয়েছে। যদিও কলেজ থেকে ভাইস প্রিন্সিপাল বেরোনোর সময় সাংবাদিকরা এনিয়ে প্রশ্ন করলে তিনি কোনও জবাব দেননি।