প্রাথমিকে ৩২ হাজার চাকরী বাতিল সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্যের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে এদিন শুনানি চলে। দুই বিচারপতি বলেন, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ছাড়পত্র ছিলনা। ঐ পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণহীনদের নিয়োগ পত্র দেওয়া হল কেন, এই প্রশ্নও তুলেছে আদালত। পাশাপাশি এস বুস রায় অ্যান্ড কোম্পানীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই বিষয়ে মামলার পরবর্তী শুনানি আগামী ৬ ই নভেম্বর।
Site Admin | October 29, 2025 8:39 PM
প্রাথমিকে ৩২ হাজার চাকরী বাতিল সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্যের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।