প্রাথমিকে ৩২ হাজার কর্মরত শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা আজ আবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বেলা দুটোর সময় শুনানি হবে।
২০১৬ সালের এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে মনে করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও সেই নির্দেশে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ায় এখনো কারো চাকরি বাতিল হয়নি।তবে এই কর্মরত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলার পরবর্তী নির্দেশের উপর।
Site Admin | May 20, 2025 9:21 AM
প্রাথমিকে ৩২ হাজার কর্মরত শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা আজ আবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বেলা দুটোর সময় শুনানি হবে।