August 20, 2025 9:52 PM

printer

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১২ই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১২ই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। রাজ্যপালের তরফে অনুমতি মেলায় মন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর আর কোনও বাধা রইল না। চন্দ্রনাথ সিনহার নামে ১৫ দিনের মধ্যে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত। সমন জারি করে কোর্টে পেশ করতে হবে তাঁকে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০১৬-র পর থেকে ৫ বছরে মন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা নগদ জমা পড়েছে। চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে যে ৪০ লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছিল, তার কোনও হিসাব তিনি দিতে পারেননি মন্ত্রী।
চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্য দুই সরকাররই সমালোচনা করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।