প্রাক্তন রাষ্ট্রপতিদের জন্য আজীবন আবাসন সহ অন্যান্য সুবিধা প্রদানের আইন বাতিল হওয়ার পর, শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসা তার সরকারি ভবন খালি করে দিয়েছেন। গত বুধবার সে দেশের সংসদে ১৫১ বনাম ০১ ভোটে রাষ্ট্রপতির সুযোগ সুবিধা সংক্রান্ত বিলটি বাতিল হয়ে যায়। রাজাপাকসা ছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা এবং চন্দ্রিকা কুমারতুঙ্গে কেও নিজ নিজ বাসভবন ছাড়তে হবে।
Site Admin | September 12, 2025 12:45 PM
প্রাক্তন রাষ্ট্রপতিদের জন্য আজীবন আবাসন সহ অন্যান্য সুবিধা প্রদানের আইন বাতিল হওয়ার পর, শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসা তার সরকারি ভবন খালি করে দিয়েছেন।
