মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 9, 2024 1:16 PM

printer

 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ শববাহী শকটে বিধানসভায় আসে।

 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ শববাহী শকটে বিধানসভায় আসে।  অন্তিম শয্যায় শায়িত বুদ্ধদেব বাবুকে শেষশ্রদ্ধা জানাতে হাজির ছিলেন তৃণমূল  কংগ্রেস-বিজেপির বিধায়করা।

বুদ্ধবাবুর মরদেহে মাল্যদান করেন, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের সদস্যরা। মাল্যদান পর তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়’ও মালা দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, অসিত মিত্রের মতো প্রাক্তন বিধায়করা।