প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, নিজেদের রক্ষার্থে পাকিস্তানে সন্ত্রাসবাদী লক্ষ্যবস্তুগুলিকে আক্রমণ করার পুরো অধিকার ভারতের রয়েছে। বোল্টন বলেন পাকিস্তানকে তার সীমান্তের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে। তারা যদি এটি করতে ব্যর্থ হয়, তাহলে পরিণতি হবে গুরুতর । তিনি পাকিস্তানে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ভারতের জন্য একটি প্রধান উদ্বেগ হিসাবে বর্ণনা করেন। এই প্রসঙ্গে , পাকিস্তানে চীনা সামরিক বিমান সরবরাহের বিষয়টিও বোল্টন উল্লেখ করেন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্হান স্পষ্ট এবং অপারেশন সিন্দুর নিয়ে বিভিন্ন দেশে কূটনৈতিক প্রচারের জন্য কেন্দ্রের ৭ টি সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে ২টি দল এখন সফর করছে। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা -এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর এই পাঁচ দেশ সফর করছে।
শিব সেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে আর একটি দল সংযুক্ত আরব আমিরশাহী, লাইবেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং সিয়েরা লিওনে সফর করছে।
উল্লেখ্য, পাকিস্তানের চক্রান্ত এবং ভারতের সফল সন্ত্রাসবাদবিরোধী অভিযানের বিষয়ে আন্তর্জাতিক স্তরে সকলকে অবহিত করতে সাতটি বহুদলীয় প্রতিনিধি দল গঠন করা হয়েছে। আগামী মাসের ৫ তারিখের মধ্যে এই প্রতিনিধিদলগুলি ৩২টি দেশ সফর করবে ।