মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 17, 2025 2:23 PM

printer

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বর্ষীয়ান বিজেপি নেতা ডঃ দেবেন্দ্র প্রধান প্রয়াত।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বর্ষীয়ান বিজেপি নেতা ডঃ দেবেন্দ্র প্রধান প্রয়াত। বয়স হয়েছিল ৮৪ বছর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাবা দেবেন্দ্র প্রধান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন। ১৯৮০ সালে মণ্ডল সভাপতি হিসাবে বিজেপিতে যোগ দেন তিনি। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে ওড়িশার দেওগড় সংসদীয় আসনে পরপর দু’বার নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে তিনি কেন্দ্রীয় ভূতল পরিবহণ প্রতিমন্ত্রী হন। চিকিৎসা এবং সামাজিক কাজের জন্য জনপ্রিয় ছিলেন ডক্টর প্রধান। পুরীর স্বর্গদ্বারে আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।