প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু নতুন দিল্লীতে অটল স্মৃতি ন্যাজ সোসাইটি-র সভাপতি নির্বাচিত হয়েছেন। সোসাইটি-র প্রতিষ্ঠাতা সদস্য রাম বাহাদূর রাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্য সদস্যদের সঙ্গে আলোচনার পর শ্রী নাইডুর নাম প্রস্তাব করেন। এম ভেঙ্কাইয়া নাইডু-র সরকারি বাসভবনে এক বৈঠকে তাঁকে আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত করা হয়। শ্রী নাইডু এরপর সোসাইটির অন্য সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে পরিচালন সমিতি এবং কার্যনির্বাহী কমিটি গঠন করবেন।
উল্লেখ্য শ্রী নাইডু বিজ কুমার মালহোত্রার স্থলাভিষিক্ত হলেন। সম্প্রতি তিনি প্রয়াত হন।