September 1, 2025 12:13 PM

printer

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জম্মু তাওয়াই ডিভিশনে বেশি কয়েকটি ট্রেন বাতিল করেছে

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উত্তর রেলের জম্মু তাওয়াই ডিভিশনে দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আজ কলকাতা থেকে ১৩১৫১ আপ জম্মু তাওয়াই এক্সপ্রেস, শিয়ালদা থেকে ২২৩১৭ আপ জম্মু তাওয়াই এক্সপ্রেস এবং জম্মু থেকে  ১৩১৫২ ডাউন কলকাতা এক্সপ্রেস ও ১২৩৩২ ডাউন হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে।