September 20, 2025 9:49 PM

printer

 প্রসারভারতী চেয়ারম্যান নভনীত কুমার সেহগল, হায়দ্রাবাদের দূরদর্শন কেন্দ্রের আধিকারিক ও কর্মচারীদের গুণমান সম্পন্ন অনুষ্ঠান সম্প্রচার ও কর্মসূচির মাধ্যমে জনগণকে আরও বেশি করে আকৃষ্ট করার পরামর্শ দিয়েছেন

 প্রসারভারতী চেয়ারম্যান নভনীত কুমার সেহগল, হায়দ্রাবাদের দূরদর্শন কেন্দ্রের আধিকারিক ও কর্মচারীদের গুণমান সম্পন্ন অনুষ্ঠান সম্প্রচার ও কর্মসূচির মাধ্যমে জনগণকে আরও বেশি করে আকৃষ্ট করার পরামর্শ দিয়েছেন। আজ তিনি হায়দ্রাবাদের দূরদর্শন কেন্দ্র  পরিদর্শন করেন। যথাযথ এবং পর্যাপ্ত তথ্য দিয়ে সাধারণ মানুষকে দেশ গঠনে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে হবে বলে তিনি জানান। অনুষ্ঠানের গুনগত মান বাড়ানোর জন্য তিনি বেশ কিছু পরামর্শ দেন।