মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 26, 2025 2:23 PM

printer

প্রসারভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আকাশবাণী কুম্ভবাণী চ্যানেলের প্রশংসা করে বলেছেন, কুম্ভবাণী চ্যানেল সরকারি সম্প্রচার মাধ্যম হিসাবে তার দায়িত্ব পালন করেছে।

প্রসারভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আকাশবাণী কুম্ভবানী চ্যানেলের প্রশংসা করে বলেছেন, সময়ে সময়ে টাটকা খবর, সাক্ষাত্কার এবং বিশেষ আলোচনা প্রচার করে কুম্ভবানী চ্যানেল সরকারি সম্প্রচার মাধ্যম হিসাবে তার দায়িত্ব পালন করেছে।

প্রসারভারতীর চেয়ারম্যান নবনীত সেহগাল বলেছেন, দেশের সংস্কৃতির সঙ্গে দেশবাসীকে সংযুক্ত করতে আকাশবাণী সর্বদা এক অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে। সরকারি সম্প্রচার মাধ্যম হিসাবে তার দায়িত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে আকাশবাণী পালন করেছে বলে উল্লেখ করেন তিনি। মহাকুম্ভের শেষ দিনে এক বার্তায় শ্রী সেহগাল বলেন, টানা ৪৮ দিন ধরে আকাশবাণীর কুম্ভবাণী চ্যানেল বিপুল সংখ্যক জনগণের কাছে পৌঁছে গেছে। যারা প্রয়াগরাজ যেতে পারেন নি, তাদের সঙ্গেও মহাকুম্ভের অভিজ্ঞতা এই চ্যানেল ভাগ করে নিতে সক্ষম হয়েছে। বিবিধের মধ্যে ঐক্যের চেতনা মহাকুম্ভ মেলায় যেভাবে প্রতিফলিত হয়েছে, তার ছাপও আকাশবাণীর অনুষ্ঠানে  পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু কের পুণ্যার্থী সাধু সন্ত এবং বিভিন্ন আখরায় এর অনুষ্ঠান পৌঁছে গেছে।