প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এস আই আর এর কাজে নিযুক্ত বুথ লেভেল আধিকারিক বা বি এল ওদের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। করতে হবে বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে। নবান্ন থেকে আজ সব জেলার জেলা শাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এই মর্মে নির্দেশ দিয়েছেন। এস আই আরের কাজে বুথ লেভেল আধিকারিকদের সহায়তার জন্য বিভিন্ন দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে মুখ্য সচিবের এদিনের নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
একই সঙ্গে এস আই আর এর কাজের জন্য সরকারি উন্নয়নমূল প্রকল্পগুলির গতি যাতে কোনওভাবেই থমকে না যায় তা নিশ্চিত করতেও মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।বিশেষ করে গ্রামাঞ্চলে রাস্তা সংস্কার ও চলমান প্রকল্পগুলিতে গতি আনার ওপর বাড়তি জোর দেন তিনি।