প্রশান্ত মহাসাগর সংলগ্ন রাশিয়ার কামচাটকা উপদ্বীপ উপকূলে আজ ভোরে ৮.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল সমুদ্র উপকূল থেকে প্রায় ১৩৬ কিলোমিটার দূরে ১৯ কিলোমিটার গভীরে। জাপানে ২০১১ সালের ভূমিকম্পের পর এটিই সবচেয়ে শক্তিশালী।
ভূমিকম্পের পর, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সমগ্র হাওয়াই দ্বীপপুঞ্জে , রাশিয়ার সুদূর পূর্ব উপকূল, জাপানের কিছু অংশ, গুয়াম, রোটা, টিনিয়ান, সাইপান সহ নিকটবর্তী দ্বীপপুঞ্জতে সুনামি সতর্কতা জারী করেছে।
এই ভূমিকম্প প্যাসিফিক রিং অফ ফায়ারে অনুভূত হয়। এই অঞ্চলটি ভূমিকম্প এবং আগ্নেয়গিরি প্রবণ বলে পরিচিত। রাশিয়ার সাখালিন দ্বীপে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।