মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 27, 2025 8:20 AM

printer

প্রয়াগরাজে ২০২৫ এর মহাকুম্ভ গতরাতে মহা শিবরাত্রির পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

প্রয়াগরাজে ২০২৫ এর মহাকুম্ভ গতরাতে মহা শিবরাত্রির পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৪৫ দিনব্যাপী এই আধ্যাত্মিক মহামিলন ক্ষেত্রে ৬৬ কোটি ৩০ লক্ষরও বেশি পুন্যার্থী গঙ্গায় অবগাহন করেন। এদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক সহ বহু বিদেশী বিশিষ্ট জনেরা,  বিভিন্ন রাজ্যের রাজ্যপাল  ও মুখ্যমন্ত্রীরা এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন ,গতকাল মহা শিবরাত্রির পুন্যতিথিতে এক কোটি ৫৩ লক্ষরও বেশি ভক্ত পূণ্যস্নান করেছেন।

       ভারতীয় বিমান বাহিনী গতকাল মহাকুম্ভ মেলা এলাকার  আকাশে বিভিন্ন কলা কৌশল দেখানোর পাশাপাশি বিভিন্ন ঘাটে ভক্তদের ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে দেয়। যানবাহন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাও গতকাল ছিল জোরদার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মেলায় আসা সমস্ত পুন্যার্থী সাধুসন্তদের উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, সঙ্গমে পূন্যস্নানের মধ্য দিয়ে সমস্ত বিশ্বকে ভক্তরা  জাতীয় একতা এবং নিষ্ঠাবোধের বার্তা দিয়েছেন ।