মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 16, 2024 9:59 PM

printer

প্রবীণ বিজেপি নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী তৎপরতা আবার যাতে মাথা চাড়া দেয়, সে ধরনের চেষ্টা আবার শুরু হয়েছিল।

প্রবীণ বিজেপি নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী তৎপরতা আবার যাতে মাথা চাড়া দেয়, সে ধরনের চেষ্টা আবার শুরু হয়েছিল। কিন্তু তা আমুলেই বিনাশ করা হয়েছে।  তিনি আজ কিস্তঅওার জেলায় এক নির্বাচনী জনসভায় স্পষ্ট  বলেন এমন ভাবে এই অপচেষ্টা বানচাল করা হয়েছে, যাতে কোনভাবেই এই কেন্দ্রশাসিত অঞ্ছলে তা আর মাথা চারা দিতে না পারে। এই প্রসঙ্গে তিনি ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের ইস্তেহারের কথা উল্লেখ করে, বলেন এই জোট কখনই জম্মু কাশ্মীরে সরকার গড়তে পারবেনা।

উল্লেখ্য, জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আগে শ্রী শাহ র এটি এক পক্ষকালের মধ্যে দ্বিতীয় সফর।

প্রথম দফায় কিস্তঅওার,  ডডা , রাম্বান সহ ৮ টি বিধানসভা আসনে ভোট ১৮ ই সেপ্টেম্বর। এর জন্যে প্রচারের আজ ই শেষ দিন।