প্রবীণ বিজেপি নেতা , কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহআজ জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্যে দলের ইস্তেহার প্রকাশ করে প্রচার অভিযানেরসূচনা করেন। ২ দিনের সফরে তিনি এখন জম্মু তে। এই ইস্তেহার প্রকাশ করে শ্রী শাহ বলেন, স্বাধীনতারপর থেকে জম্মু কাশ্মীর দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে। সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ এখন এক ইতিহাস, যা আর কখনই ফিরে আসবেনা বলেও তিনি দাবী করেন।
Site Admin | September 7, 2024 12:08 PM
প্রবীণ বিজেপি নেতা , কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহআজ জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্যে দলের ইস্তেহার প্রকাশ করে প্রচার অভিযানেরসূচনা করেন
