December 20, 2025 11:55 AM

printer

প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন। নদীয়ার রানাঘাট-তাহেরপুরে ৩২০০ কোটি ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের পাশাপাশি পরিবর্তন সংকল্প যাত্রাতেও বক্তব্য রাখবেন

প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ  পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন। নদীয়ার রানাঘাট-তাহেরপুরে তিন হাজার ২০০ কোটি ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। এরপর ‘পরিবর্তন সংকল্প সভা’-তেও  বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য  নতুন দিল্লিতে গতকাল  এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই সভা থেকেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে।  বাংলার হৃত গৌরব পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই ও  আজ   থেকেই শুরু হবে।

 পরে শমিক বাবু  তাহেরপুরে পরিবর্তন সংকল্প যাত্রার সভার স্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের  প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের গতি বাড়াতে  নিরন্তর চেষ্টা চালিয়ে যান।  উন্নয়নের ক্ষেত্রে কোন বিমাতৃসুলভ আচরণ করা হয় না।  এটা বিজেপির রাজনৈতিক সংস্কৃতির বাইরে বলেও উল্লেখ করেন দলের  রাজ্য সভাপতি।

আমাদের নদীয়ার সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী প্রায় ৩,২০০ কোটি টাকা মূল্যের যে দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এর মধ্যে  আছে নদীয়া জেলার উপর দিয়ে যাওয়া -৩৪নম্বর জাতীয় সড়কের -এর বরজাগুলি–কৃষ্ণনগর অংশের ৬৬ দশমিক৭ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তার উদ্বোধন।   পাশাপাশি তিনি উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার উপর দিয়ে যাওয়া -৩৪নম্বর জাতীয় সড়কের  বারাসাত–বরজাগুলি অংশের ১৭ দশমিক ৬ কিলোমিটার  দীর্ঘ চার লেনের রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যাতায়াতের সময় আরও দুঘন্টা কমে যাবে, যোগাযোগ ও  আর উন্নত হবে।