প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ বিহারের সারান-এ দলের নির্বাচনী প্রচার অভিযানের সূচনা করেন। তারাইয়ার বিধায়ক জনক সিং ও আমনৌর-এর প্রার্থী কিষেণ কুমার মান্তু-র সমর্থনে জনসভায় অমিত শাহ, দু-দশকের’ও বেশী সময় রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে দরিদ্রদের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত ১১ বছরের উল্লেখযোগ্য অবদানের বিষয়ে’ও আলোকপাত করেন শ্রী শাহ। ‘অপারেশন সিন্দুর’-কে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বড় মাপের আঘাত হিসেবেও অভিহিত করেন স্বরাষ্ট্র মন্ত্রী। এর আগে শ্রী শাহ পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে তাঁর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচনে ৬ ও ১১’ই নভেম্বর দু-দফায় ভট নেওয়া হবে। প্রথম পর্বে ২৪৩ আসনের মধ্যে ১২১ টি আসনে ভোট গ্রহণের জন্য মনোনয়ন জমা দেওয়ার, আজই শেষ দিন। জমা পড়া প্রার্থী পদ পরীক্ষা করা হবে আগামীকাল। নাম প্রত্যাহারের শেষ দিন বিশে অক্টোবর। ভোট গণনা ১৪’ই নভেম্বর।