প্রবীণ তেলেগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আজ হায়দ্রাবাদে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৩ বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন, কোটা শ্রীনিবাস রাও তেলেগু চলচ্চিত্রে তাঁর অবদানের কথা স্মরণ ক’রে বলেছেন, কোটা শ্রীনিবাস রাও তাঁর বহুমুখী প্রতিভার জন্য দেশবাসীর মনে অমর হয়ে থাকবেন। শ্রী মোদী বলেন, অভিনেতা তাঁর মনোমুগ্ধকর অভিনয় দিয়ে প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের মুগ্ধ করেছেন। সমাজসেবামূলক কাজেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। সমাজের দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের জন্য তাঁর কাজ স্মরণীয় হয়ে থাকবে।