প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় দিতওয়াহর জেরে শ্রীলঙ্কায় ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৫ জন এখনও নিখোঁজ। এই পরিস্থিতিতে ভারত অপারেশন সাগর বন্ধুর মাধ্যমে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত নানা সরঞ্জাম ও ওষুধ নিয়ে আইএনএস বিক্রান্ত ও আইএনএস উদয়গিরি কলম্বোয় পৌঁছে ত্রাণ সামগ্রী সেদেশের কর্তৃপক্ষের হাতে পৌঁছে দিয়েছে বলে জানান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, মৃত ব্যক্তিদের পরিবারকে তিনি সমবেদনা জ্ঞাপন করছেন। সেই সঙ্গে আরোগ্যদের দ্রুত আরোগ্য কামনা করছেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার প্রতি ভারতের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা দেশের প্রতিবেশী আগে নীতির অন্তর্গত।