December 14, 2025 1:37 PM

printer

প্রবল বন্যা ও ভূমিধ্বসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত কয়েকদিনে ১ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

প্রবল বন্যা ও ভূমিধ্বসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত কয়েকদিনে ১ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। ২ শো জন নিখোঁজ ও প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ আহত। এই বিপর্যয়ে ১ লক্ষেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। উদ্ধার ও ত্রাণকার্য চলছে।

মালাক্কা প্রণালীতে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের ফলে এই বিপর্যয়। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামেও প্রবল বর্ষণ চলছে। সুমাত্রায় ১২ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাষ্ট্রপতি প্রবোয়ো সুবিয়ান্তো বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন। বিভিন্ন জায়গা যেগুলি আগে যোগাযোগ করা যাচ্ছিল না, সেই জায়গাগুলিতে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।