November 25, 2025 7:05 PM

printer

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস অনুষ্ঠানে অংশ নেবেন। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিরলা, কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা। রাষ্ট্রপতি সংবিধানের প্রস্থাবনা পাঠের সূচনা করবেন। এরপর সংবিধানের অনুবাদ মালায়লাম, মারাঠি, নেপালি, পাঞ্জাবি, বোরো, কাশ্মীরি, ওড়িয়া ও অসমীয়া সহ নয়টি ভাষায় প্রকাশ করা হবে। একটি পুস্তিকাও এই উপলক্ষ্যে প্রকাশিত হবে।

দেশ জুড়ে  আগামীকাল বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপিত হবে ৭৬ তম সংবিধান দিবস। এবছরের মূল ভাবনা ‘আমাদের সংবিধান-আমাদের গর্ব’। মূল অনুষ্ঠানটি হবে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে। অনুষ্ঠানে অংশ নেবেন।

       সামাজিক মাধ্যমে এক পোস্টে, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, ২৬শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।