মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 30, 2025 9:08 AM

printer

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ বিহারের মুজাফফ্রপুর ও ছাপরায় নির্বাচনী সমাবেশ করবেন।

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ বিহারের মুজাফফ্রপুর ও ছাপরায় নির্বাচনী সমাবেশ করবেন। মুজাফফরপুরে সকাল ১১টায়  ও ছাপড়ায় দুপুর পৌনে ১ টায় সমাবেশ হবে বলে সমাজ মাধ্যমের একটি পোস্টে জানান শ্রী মোদী। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও আজ পাটনায় একটি হোটেলে একটি সাংবাদিক বৈঠক করবেন।

এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তারকা প্রচারকরা গতকাল একাধিক জনসভা করেছেন। এনডিএ এবং বিরোধী মহাজোটের নেতারা তাঁদের প্রচারে বিহারের উন্নয়ন, জাতিভিত্তিক জনগণনা, কর্মসংস্থান এবং অভিবাসনের বিষয়গুলি তুলে ধরেছেন।

বিজেপির তারকা প্রচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সমস্তিপুরে এনডিএ প্রার্থীদের সমর্থনে এক জনসভায় বলেন, আরজেডি ও কংগ্রেস বিহারের উন্নয়ন করতে পারবে না। তিনি কংগ্রেস এর বিরুদ্ধে ১২ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তোলেন।  শ্রী শাহ দ্বারভাঙ্গা ও বেগুসরাইয়েও জনসভা করেন ।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, পাটনার বারে এনডিএ প্রার্থীর সমর্থনে এক জনসভায় বলেন, আরজেডি পারবারিক রাজনীতিতে লিপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের উন্নয়নের জন্য কেন্দ্রের কোষাগার খুলে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও একাধিক জনসভায় ভাষণ দেন।

রাজগীরে এক জনসভায় জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘোষণা করেন, পুনরায় নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে এক কোটি যুবককে চাকরি দেওয়া হবে।

মুজফফরপুর থেকে গতকাল নির্বাচনী প্রচার শুরু করেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী। তিনি দ্বারভাঙ্গার লোয়ামে এক জনসভায় বলেন, মহাজোট অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণির (EBC) জন্য একটি বিশেষ ইস্তেহার প্রস্তুত করেছে এবং তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে।

আরজেডি নেতা ও মহাজোট এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব মধেপুরার সিংঘেশ্বরে এক জনসভায় বলেন, পূর্ববর্তী সরকারে তাঁর ১৭ মাসের মেয়াদে পাঁচ লক্ষ যুবককে সরকারি চাকরি দেওয়া হয়েছিল।

জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর খাগড়িয়া ও মধেপুরায় রোড শো করেন। তিনি বলেন, বিহার এর জন্য এনডিএ ও মহাজোটের বাইরে একটি নতুন বিকল্প প্রয়োজন। এদিকে, AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি কিশনগঞ্জের ঠাকুরগঞ্জ ও বাহাদুরগঞ্জে জনসভায় বলেন, সুযোগ পেলে তাঁর দল সীমাঞ্চল এর উন্নয়নে কাজ করবে।