প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত রত্ন নানাজি দেশমুখের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও। সমাজ মাধ্যমের একটি পোস্টে দেশের জন্য নানাজীর আত্মতগ্যাগের কথা তুলে ধরেন তিনি। সমাজ মাধ্যমের একটি পোস্টে শ্রী মোদী বলেন, নানাজি দেশমুখ ছিলেন দূরদর্শী সমাজ সংস্কারক, দেশের সংগঠক। আত্মনির্ভরতা ও গ্রামীণ ক্ষমতায়নকে সারাজীবন সমর্থন করেছেন তিনি। নানাজীর জীবন সমাজে নিষ্ঠা, নিয়মানুবর্তিতার প্রতীক হয়ে থাকবে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী।
Site Admin | October 11, 2025 12:02 PM
প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত রত্ন নানাজি দেশমুখের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন