প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) ২০২৫ এর উদ্বোধন করবেন। চার দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন চলবে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিনোদন ও অডিও ভিসুয়াল শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিশ্ব স্তরে আলোচনার দিক উন্মোচন করবে এই সম্মেলন। পাশাপাশি প্রধান মন্ত্রী আজ সম্মেলনের ক্রিয়েটোস্ফিয়ারে “৩২ ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জে” নির্বাচিত উদ্ভাবকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এই সম্মেলনের ভাবনা “কানেক্টিং ক্রিয়েটরস, কানেক্টিং কান্ট্রিজ”। এর মাধ্যমে ভারতকে সংবাদমাধ্যম, বিনোদন এবং ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে প্রত্যাশা রয়েছে।