প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের প্রতিটি রান্নাঘরে একটি করে ভারতীয় পদের উপস্থিতি নিশ্চিত করা তাঁর স্বপ্ন। এজন্য সরকার রপ্তানী বৃদ্ধি এবং কৃষিজাত পন্যের প্রক্রিয়া ও বাজারজাতকরনের লক্ষ্যে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন। বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯তম কিস্তির টাকার পর আজ শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, মাখানার সার্বিক প্রচার এই লক্ষ্যে নেওয়া অন্যতম পদক্ষেপ। মাখানা পর্ষদ গঠনের পর বিশ্ব বাজারে এর রপ্তানী আরো বাড়বে। কৃষিক্ষেত্রে কম উৎপাদনশীল ১০০টি জেলার জন্য এবারের বাজেটে পি. এম. ধনধান্য যোজনা ঘোষনা করা হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
পি এম কিষান সম্মান নিধির ষষ্ঠ বর্ষ পূর্তিতে আজ ৯ কোটি ৮০ লক্ষের বেশী কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২২,৭০০ কোটি টাকার বেশী অর্থ সহায়তা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আজ একই সঙ্গে আম, টমেটো, পেঁয়াজ ও আলুর জন্য বিহারের ভাগলপুর, মুঙ্গের এবং বক্সারে তিনটি নতুন উতকর্ষ কেন্দ্র খোলার কথা ঘোষনা করেছেন। এছাড়াও খোলা হবে ১০ হাজার কৃষক উৎপাদক সংগঠন বা এফ পি ও।
এর আগে, প্রধানমন্ত্রী ৭০০ কোটি টাকা মূল্যের কৃষি, রেল ও যোগাযোগ সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন করেন।