প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় এ পর্যন্ত বাহান্ন কোটির বেশী ঋণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর বাজার মূল্য বত্রিশ লক্ষ কোটি টাকার বেশী। ২০১৫ সালে এই যোজনা শুরু হয়েছে। উদ্যোগপতিদের আর্থিক ক্ষমতায়নের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত বন্ধকমুক্ত ঋণ দেওয়ার জন্য এই যোজনা। অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্পোদ্যগীদের কথা ভেবে এই প্রকল্প। এর মধ্যে শিশু প্রকল্পে ৫০ হাজার টাকা, কিশোর প্রকল্পে ৫ লক্ষ টাকা এবং তরুন প্রকল্পে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।
এই যোজনার ৭০ শতাংশ সুবিধাভোগী মহিলারা। আর তপশিলী জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর সুবিধাভোগীদের সংখ্যা ৫০ শতাংশ।
Site Admin | April 7, 2025 2:08 PM
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় এ পর্যন্ত বাহান্ন কোটির বেশী ঋণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
