April 11, 2025 8:11 PM

printer

প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের অশোকনগর জেলার ইসাগড় তাহশিলে আনন্দপুর ধামে গুরুজি মহারাজ মন্দির পরিদর্শন ক’রে প্রার্থনা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের অশোকনগর জেলার ইসাগড় তাহশিলে আনন্দপুর ধামে গুরুজি মহারাজ মন্দির পরিদর্শন ক’রে প্রার্থনা নিবেদন করেন।
তিনি বলেন, আনন্দপুর ধাম আধ্যাত্মিক এবং মানব কল্যাণের কাজের জন্য প্রতিষ্ঠিত। ৩১৫ হেক্টর জমির উপর নির্মিত এই প্রতিষ্ঠানের একটি নিজস্ব গোশালা রয়েছে। শ্রী আনন্দপুর ট্রাস্টের ক্যাম্পাসে কৃষি কাজও করা হয়। সুখপুর গ্রামে এই ট্রাস্টের একটি দাতব্য হাসপাতাল রয়েছে এছাড়া সূরপুর এবং আনন্দপুরে ট্রাস্ট পরিচালিত স্কুল রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে এদের সৎসঙ্গ কেন্দ্র।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এর সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন।
সফরকালে প্রধানমন্ত্রী পরমহংস অদ্বৈত গোষ্ঠী আয়োজিত সৎসঙ্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও প্রধানমন্ত্রী আনন্দ সরোবরের প্রার্থনা করেন এবং প্রসাদ গ্রহণ করেন।