প্রধানমন্ত্রী ব্রাজিলের রিওডি জেনেইরোতে গত রাতে ব্রিকস গোষ্ঠীর সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর লক্ষ্যেব্রিকস শিখর সম্মেলনে যোগ দিয়েছেন। সপ্তদশ ব্রিকস শিখর সম্মেলনে বিশ্বজনীন প্রশাসনিক সংস্কার, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলবে। শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী, অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। দু’দিনের শিখর সম্মেলনের পরে প্রধানমন্ত্রীর ব্রাসিলিয়া যাওয়ার কথা রয়েছে ।এর আগে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পাঁচদেশ সফরের চতুর্থ পর্যায়ে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পৌঁছান । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর্জেন্টিনার রাষ্ট্রপতি হেভিয়ের মিলেই ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-আর্জেন্টিনা সহযোগিতা বৃদ্ধিতে ঐকমত্যে পৌঁছান।
শনিবার রাতে বুয়েনস এয়ারসে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ের সচিব পি কুমারান বলেন, দু দেশের মধ্যে প্রতিনিধিস্তরের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করা হয়েছে। দুই নেতা ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ,স্বাস্থ্য এবং ওষুধসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধিকরার ব্যাপারে সহমত হয়েছেন।