প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা PMVBRY পোর্টাল চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য যুবকদের দুটি কিস্তিতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা এবং নিয়োগকর্তাদের প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বছর লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন। এর লক্ষ্য দুই বছরের মধ্যে দেশে ৩.৫ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করা। নিয়োগকর্তারা www.pmvbry.epfindia.gov.in অথবা www.pmvbry.labour.gov.in ওয়েবসাইটে গিয়ে এককালীন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
Site Admin | August 18, 2025 9:35 PM
প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা PMVBRY পোর্টাল চালু হয়েছে।
