মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 26, 2025 7:00 AM

printer

প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন প্রকল্পের কাজ দেরিতে শেষ হলে আর্থিক খরচ যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি নাগরিকরাও প্রয়োজনীয় পরিষেবা ও পরিকাঠামো থেকে বঞ্চিত হবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল প্রগতির ৪৮ তম বৈঠকে খনি, রেল, জলসম্পদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেন। জনকল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত এই প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হলে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলির কাজ দেরিতে শেষ হলে আর্থিক খরচ যেমন বাড়বে, পাশাপাশি নাগরিকরাও প্রয়োজনীয় পরিষেবা ও পরিকাঠামো থেকে বঞ্চিত হবে।

প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের পর্যালোচনা করার সময় রাজ্যগুলিকে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এক্ষেত্রে উচ্চাকাঙ্খী জেলাগুলিকে অগ্রাধিকার দিতে হবে। দরিদ্র, সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর নাগরিকরা যাতে উন্নত মানের চিকিত্সা পরিষেবা পান, তা নিশ্চিত করতে হবে। শ্রী মোদী বলেন, এই মিশনের মাধ্যমে রাজ্যগুলি প্রাথমিক এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে উন্নত চিকিত্সা পরিকাঠামো গড়ে তোলার সুযোগ পেয়েছে। অপারেশন সিন্দুরের সাফল্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশীয় প্রযুক্তির যথাযথ ব্যবহারের জন্যই এটি সম্ভব হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আরও আত্মনির্ভর হতে হবে।