প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলিশের পেশাদার ও দায়িত্বপূর্ণ চিন্তাভাবনার মাধ্যমে জনসাধারণের মধ্যে বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন আনার প্রয়োজনের উপর গুরুত্ব দিয়েছেন। ছত্তিশগড়ের রায়পুরে আজ তিনি পুলিশের মহা নির্দেশক এবং মহাপরিদর্শকদের ৬০ তম সম্মেলনে সভাপতিত্ব করে বলেন, শহরাঞ্চলে, পর্যটনে পুলিশ বাহিনীর আরো শক্তি বৃদ্ধি করতে হবে। এছাড়াও নতুন ফৌজদারি আইন সম্পর্কেও জনসচেতনতা বৃদ্ধির কথা তিনি বলেছেন।
পুলিশ বাহিনীর শক্তি বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপর জোর দিয়ে শ্রী মোদী এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় গুলিকে উৎসাহিত করার কথা বলেছেন।
Site Admin | November 30, 2025 10:05 PM
প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশের পেশাদার ও দায়িত্বপূর্ণ কাজের মাধ্যমে যুব সম্প্রদায়ের মধ্যে মানসিকতার পরিবর্তন আনতে হবে