প্রধানমন্ত্রী পদের জন্য আলবেনিয়ায় আজ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় দফায় মেয়াদ শেষ করে টানা চতুর্থবার ক্ষমতায় আসার জন্য প্রতিদ্বন্ধিতা করছেন প্রধানমন্ত্রী এডি রামা। মোট ৩৭ লক্ষ আলবেনিয়ান নাগরিক ১৪০ জন সংসদ সদস্যের ভাগ্য নির্বাচন করবেন। আলবেনিয়ায় স্থিত প্রবাসী ভারতীয়রা প্রথমবারের মতো এই ভোটগ্রহণে অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য ভারতীয় সময় সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে নির্বাচন চলবে রাত সাড়ে ১২টা পর্যন্ত। আগামীকাল ফলাফল ঘোষণা হতে পারে।