মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 25, 2024 12:13 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৯ শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ-বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৯ শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ-বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১১৪ তম পর্ব।
সাধারণ মানুষ, টোল ফ্রি নম্বর ১৮০০-১১- ৭৮০০ তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত, পরামর্শ দিতে পারেন। ১৯২২ নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে। নরেন্দ্র মোদি অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত তা পাঠানো যাবে।
২৯ তারিখ বেলা ১১ টা থেকে আকাশবাণীও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআরনিউজ ও dd news এবং তথ্য ওসম্প্রচার মন্ত্রকের youtube চ্যানেল, এআইআর ওয়েবসাইট, ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।