January 24, 2026 6:38 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার দেশে এবং বিদেশে যুবক-যুবতীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায়ের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশে ও বিদেশে নানা রকম উদ্যোগ নিচ্ছে। বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে এ দেশের প্রশিক্ষিত কর্মীদের কাজের সুযোগ তৈরির চেষ্টা চলছে। আজ নতুন দিল্লিতে অষ্টাদশ রোজগার মেলায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেনে, অর্থনৈতিক দিক দিয়ে ভারত অত্যন্ত শক্তিশালী জায়গায় পৌঁছে গিয়েছে।এক দশকে দ্বিগুণ জিডিপি বৃদ্ধি হওয়াই তার প্রমাণ।তিনি আরও বলেন, অন্তত ১০০ টি দেশ সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে এ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ করছে। ২০১৪ সালের আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছ আড়াই গুণেরও বেশি।এ ধরনের বিনিয়োগ দেশে কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

শ্রী মোদি বলেছেন, ২৪ জানুয়ারি দিনটি দেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এদিনই জনগণ মন গানটিকে জাতীয় স্তোত্র ও বন্দেমাতরমকে জাতীয় সংগীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

রোজগার মেলা প্রসঙ্গে আরও মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পর সাফল্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে। লক্ষ লক্ষ যুবক যুবতী রোজগার মেলার মাধ্যমে সরকারি দপ্তরগুলিতে চাকরি পাচ্ছেন।

এবারের রোজগার মেলায় ৬১ হাজার চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে।দেশের ৪৫ টি জায়গায় অষ্টাদশ রোজগার মেলার আয়োজন করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।