প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার দেশে এবং বিদেশে যুবক-যুবতীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে। এজন্য ভারত বহু দেশের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য কর্মসংস্থান বিষয়ক চুক্তি করছে। যাতে দেশের দক্ষ যুবাদের জন্য কাজের সুযোগ আরও উন্মুক্ত হয়। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লি থেকে ভার্চুয়ালী অষ্টাদশ জাতীয় রোজগার মেলায় ভাষণ দিচ্ছিলেন।
শ্রী মোদী আরও বলেন, রোজগার মেলা এখন এক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। বিভিন্ন সরকারী দফতর থেকে লক্ষ লক্ষ যুবক-যুবতী ইতমধ্যেই নিয়োগপত্র হাতে পেয়েছেন।
আজকের রোজগার মেলায় বিভিন্ন সরকারী দফতরের ৬১ হাজারেরও বেশি নব নিযুক্তদের মধ্যে নিয়োগ পত্র বন্টন করা হয়েছে। এই নব নিযুক্ত প্রার্থীরা শীঘ্রই বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরে যোগ দেবেন।
এরাজ্যের জলপাইগুড়ি ও উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রাম সহ ৪৫টি জায়গায় এই অষ্টাদশ রোজগার মেলার আয়োজন করা হয়েছে। মধ্যমগ্রামের দিকবেড়িয়া ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ ক্যাম্পে এই অনুষ্ঠানে নিয়োগপত্র দেওয়া হবে।