January 22, 2026 9:43 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৭ই জানুয়ারি আলিপুরদুয়ার ও SMVT- বেঙ্গালুরুর মধ্যে একটি অমৃত ভারত এবং রাধিকাপুর – SMVT বেঙ্গালুরু মধ্যে যে সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছিলেন সেগুলি বাণিজ্যিকভাবে চলাচল শুরু করতে চলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৭ই জানুয়ারি আলিপুরদুয়ার ও SMVT- বেঙ্গালুরুর মধ্যে একটি অমৃত ভারত এবং রাধিকাপুর – SMVT বেঙ্গালুরু মধ্যে যে সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছিলেন সেগুলি বাণিজ্যিকভাবে চলাচল শুরু করতে চলেছে। 16597 SMVT বেঙ্গালুরু – আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস আগামী ২৪ জানুয়ারি থেকে প্রতি শনিবার সকাল ৮ টা ৫০ মিনিটে  SMVT বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করবে এবং 16598 আলিপুরদুয়ার – SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস আগামী ২৬ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত ১০ টা ২৫ মিনিটে  আলিপুরদুয়ার থেকে ছাড়বে। যাতায়াতের পথে ট্রেনটি ৪৬ টি স্টেশনে থামবে। অন্যদিকে, 16223 SMVT বেঙ্গালুরু – রাধিকপুর সাপ্তাহিক এক্সপ্রেস আজ থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর ১ টা ৫০ মিনিটে SMVT বেঙ্গালুরু থেকে এবং 16224 রাধিকাপুর – SMVT বেঙ্গালুরু সাপ্তাহিক এক্সপ্রেস আগামী ২৫ জানুয়ারি থেকে প্রতি রবিবার রাধিকাপুর থেকে রাত সাড়ে ৯ টায় ছাড়বে। যাতায়াতের পথে ট্রেন টি ৫২ টি স্টেশনে থামবে বলে রেল সূত্রের খবর।