প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্ল্যাটফর্ম ফর প্রো-অ্যাকিটভ গভর্ননেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেনটেশন অর্থাৎ ‘প্রগতি’ (PRAGATI)র আওতায় বর্তমানে প্রায় ৩ লক্ষ কোটি টাকার ১৩৪ টি প্রকল্পের ওপর নজর রাখা হচ্ছে বলে কয়লা মন্ত্রক জানিয়েছে। এই প্রকল্পগুলোর লক্ষ্য, দেশের কয়লা উৎপাদন বৃদ্ধি ও শক্তি কেন্দ্রগুলোতে পর্যাপ্ত জ্বালানি যোগান দেওয়া। এই ১৩৪ টি প্রকল্পের মধ্যে ১৬ টি বিশেষ প্রকল্প প্রগতি প্ল্যাটফর্মের আওতায় প্রধান মন্ত্রী খতিয়ে দেখছেন।
প্রগতি প্ল্যাটফর্ম শুরুর দিন থেকে সরকারি পরিকাঠামো মূলক প্রকল্প সংক্রান্ত সমস্যা ও এই প্রসঙ্গে জনসাধারণের অভিযোগ গুলোকে সরাসরি প্রধানমন্ত্রীর পর্যালোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীদের একটি একক ডিজিটাল ইন্টারফেসের আওতায় আনা সম্ভব হয়েছে।