প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সঙ্গে নতুন দিল্লীতে তাঁর বাসভবনে এক বৈঠকে মিলিত হন। প্রতিরক্ষা, মহাকাশ, শক্তি, সুপার কম্পিউটিং ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে দু দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর আমন্ত্রনেই আজ ভারত সফরে আসেন সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি।
বৈঠকের পরে বিদেশ সচিব বিক্রম মিস্রি সাংবাদিকদের বলেন, কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা, মহাকাশ পরিকাঠামোর উন্নয়ন ও বানিজ্যিকরনের ক্ষেত্রে যৌথ উদ্যোগ এবং গুজরাতের ঢোলেরায় বিশেষ বিনিয়োগ অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ইউ এ ই র অংশগ্রহণ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়াও ভারতের HPCL এবং ইউ এ ই র Adnoc Gas সংস্থার মধ্যে কেনা বেচা সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর করে দুটি দেশ। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, এ দেশে একটি সুপার কম্পিউটিং ক্লাস্টার গড়ে তুলতেও সম্মত হয়েছে। উভয় পক্ষই ২০৩২ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুন করে ২০ হাজার কোটি ডলার করতেও রাজি হয়েছে।
বিক্রম মিস্রি আরও বলেন, ইউ এ ই র সক্রিয় সহযোগিতায় গুজরাতের ঢোলেরায় বিশেষ বিনিয়োগ অঞ্চল গড়ে তোলা হলে সেখানে আন্তর্জাতিক বিমান বন্দর, পাইলট প্রশিক্ষণ কেন্দ্র ও আধুনিক শহরাঞ্চলীয় টাউনশিপ নির্মাণ করা সম্ভব হবে, বাড়বে রেল যোগাযের, উন্নত হবে বিদ্যুৎ এর পরিকাঠামো। দুটি দেশই অসামরিক পরমাণু ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও উন্নত করতে সহমত হয়েছে। প্রথম আবু ধাবি ব্যাংক ও DP world, গুজরাতের GIFT শহরে তাদের অফিস খুলবে। এ ছাড়া আবু ধাবিতে গড়ে তোলা হবে একটি House of India, যাতে ভারতের সংস্কৃতি , ঐতিহ্য ও স্থাপত্যের প্রতিফলন ঘটবে।
উল্লেখ্য, ইউ এ ই র রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের পর এটি ভারতে নাহিয়ানের তৃতীয় সফর। অন্যদিকে গত এক দশকে এই নিয়ে পঞ্চম বার তিনি এদেশ সফরে এলেন।