উন্নয়নের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলেই পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। গতকাল হুগলীর সিঙ্গুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের পর এক জনসভায় ভাষণে তিনি বলেন, এখানে প্রাকৃতিক সম্পদ সহ শিল্প স্থাপনের উপযুক্ত পরিকাঠামো রয়েছে। কিন্তু মমতা ব্যানার্জীর নেতৃত্ব তৃনমূল কংগ্রেসের তোলাবাজির কারণে মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বিজেপি সরকারই এই অচলাবস্থাকে ভাঙ্গতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তৃণমূল কংগ্রেস লাগাতার অনুপ্রবেশে মদত দিচ্ছে বলেও গতকাল অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন তৃণমূল কংগ্রেস সরকার দেশের নিরাপত্তা নিয়ে খেলা করছে। তৃণমূল কংগ্রেস এর শাসনকে ফের মহা-জঙ্গলরাজ বলে অভিহিত করেছেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রী গতকাল সিঙ্গুর থেকে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস, জয়রামবাটি ময়নাপুর রেলপথ, কলকাতা-বলাগড় সম্প্রসারিত পোর্ট গেট সিস্টেম, অন্তর্দেশীয় জল পরিবহণ টার্মিনাল, একটি রোড ওভারব্রিজ এবং ইলেকট্রিক ক্যটামেরনের শুভ সূচনা সহ ৮৩০ কোটি টাকারও বেশি মূল্যের নানা প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন পশ্চিমবঙ্গের উন্নয়ন গোটা দেশের উন্নতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বলাগড় পোর্ট গেট প্রকল্পের ফলে হুগলী জেলার ব্যাপক উন্নয়ন হবে। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে এবং যুবকদের কর্ম সংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী বলেন, এই জেলার কৃষকদের পাশাপাশি মত্স্যজীবীরাও নানান প্রকল্পের ফলে উপকৃত হবেন। গতকালের অনুষ্ঠানে রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্তও মজুমদার, শান্তনু ঠাকুর, রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ শমিক ভট্টাচার্য ও সৌমিত্র খাঁ সহ বহু বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন।