January 18, 2026 9:35 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামীকাল ভারত সফরে আসছেন সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামীকাল ভারত সফরে আসছেন সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান।  রাষ্ট্রপতি হিসাবে এটি তাঁর তৃতীয় ভারত সফর। তাঁর এই সফরে দু’দেশের দ্বিপাক্ষিক কৌশলগতসম্পর্ক নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে।

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে স্থানীয় মুদ্রা ব্যবস্থাপনা, আর্থিক সহযোগিতা চুক্তি, দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি রয়েছে। জ্বালানি সরবরাহ সংক্রান্ত একাধিক দীর্ঘস্থায়ী চুক্তিও রয়েছে দুই দেশের মধ্যে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।