প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গুর থেকে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস, জয়রামবাটি ময়নাপুর রেলপথ, কলকাতা-বলাগড় সম্প্রসারিত পোর্ট গেট সিস্টেম, অন্তর্দেশীয় জল পরিবহণ টার্মিনাল, একটি রোড ওভারব্রিজ এবং একটি ইলেকট্রিক ক্যটামেরনের শুভ সূচনা সহ ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশ অত্যন্ত জরুরী এবং কেন্দ্রীয় সরকার এই লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গের উন্নয়ন গোটা দেশের উন্নতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
উল্লেখ্য, বলাগড় প্রকল্পের লক্ষ্য হল পন্য পরিবহণ ব্যাবস্থাকে সুচারু করা। এর ফলে, পথ নিরাপত্তা যানজট এবং কলকাতা শহরের পরিবেশ দূষণ অনেকটাই হ্রাস পাবে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার গত ১১ বছরে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টের উন্নয়নের জন্য সাগরমেলা প্রকল্পের আওতায় বহু কর্মসূচী গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন পরিবেশ বান্ধব পরিবহণ ব্যাবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যের জল পরিবহণ ব্যাবস্থা উন্নয়ের লক্ষ্যে কেন্দ্রও সর্বদা সাহায্য করছে বলেও তিনি জানান। তিনি জানান, গত বছর এই বন্দর পণ্য পরিবহনে নজির স্থাপন করেছে। ৫০ আসন বিশিষ্ট এই ইলেকট্রিক ক্যাটামেরন নিয়মিত যাতায়াত শুরু করলে পরিবেশ পর্যটন এবং শহরাঞ্চলে নদিপথে যাতায়াত বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বলাগড় পোর্ট গেট প্রকল্পের ফলে হুগলী জেলার ব্যাপক উন্নয়ন হবে। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে এবং যুবকদের কর্ম সংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী বলেন, এই জেলার কৃষকদের পাশাপাশি মত্স্যজীবীরাও নানান প্রকল্পের ফলে উপকৃত হবেন। তার আশা সমুদ্রজাত খাদ্য প্রক্রিয়াকরণ এবং রপ্তানির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এক অগ্রণী ভূমিকা নেবে। অনুষ্ঠানে রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্তও মজুমদার, শান্তনু ঠাকুর, রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ শমিক ভট্টাচার্য ও সৌমিত্র খাঁ সহ বহু বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন।
পরে সিঙ্গুরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এরাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার নিরাপত্তা নিয়ে খেলা করছে। এখানে দাঙ্গাবাজ মাফিয়াদের ছাড় দেওয়া হচ্ছে। অনুপ্রবেশকারীদের সুবিধা দেওয়া হচ্ছে। রাজ্যে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়ে শ্রী মোদী বলেন, তৃণমূল কংগ্রেসের জঙ্গলরাজের অবসান ঘটিয়ে এরাজ্যে বিজেপির সুশাসন নিয়ে আসা অত্যন্ত প্রযোজন।
উন্নয়নের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলেই এরাজ্যে নতুন শিল্প আসবে বলে শ্রী মোদী মন্তব্য করেন। তিনি বলেন, এখানে পার্কৃতিক সম্পদ সহ শিল্প স্থাপনের উপযুক্ত পরিকাঠামো রয়েছে। তাই একে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে বিজেপিকে ক্ষমতায় আনা দরকার।