January 18, 2026 2:40 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের নওগাঁ জেলার কালিয়াবোর-এ কাজিরাঙা এলিভেটেড করিডোর প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্হাপন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের নওগাঁ জেলার কালিয়াবোর-এ কাজিরাঙা এলিভেটেড করিডোর প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্হাপন করেছেন। ৮৬ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি নির্মাণে ৯৫০ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে করিডোরটির ৩৫ কিলোমিটার দীর্ঘ পথ কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ওপর দিয়ে যাবে। এরফলে স্হানীয় পর্যায়ে যোগাযোগের সুবিধা বাড়বে এবং জাতীয় উদ্যানের সমৃদ্ধ জৈব বৈচিত্র্য সুরক্ষিত হবে। অসমের নওগাঁ – কার্বি য়াংলং জেলার মধ্য দিয়ে এই করিডোরের মাধ্যমে ডিব্রুগড় ও তিনসুকিয়ার মধ্যে যোগাযোগ সহজতর হবে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কাজিরাঙ্গাকে কেবলমাত্র একটি জাতীয় উদ্যান-ই নয়, একে অসমের আত্মা হিসেবে দেখা হয়ে থাকে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কাজিরাঙাতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

     প্রধানমন্ত্রী কালিয়াবোর থেকেই দুটি নতুন অমৃতভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রাসংকেত দেন। এগুলি হলো, কামাখ্যা – রোহতাক অমৃতভারত এক্সপ্রেস এবং ডিব্রুগড়-লক্ষ্ণৌ অমৃতভারত এক্সপ্রেস।

অনুষ্ঠানের অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।