January 18, 2026 9:29 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের নওগাঁও জেলার কালিয়াবোরে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের জন্য ভূমি পূজনে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের নওগাঁও জেলার কালিয়াবোরে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের জন্য ভূমি পূজনে অংশ নেবেন। ৮৬ কিলোমিটার দীর্ঘ কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পটি একটি পরিবেশ সচেতন  জাতীয় উচ্চ সড়ক প্রকল্প। এই প্রকল্পের ৩৬ কিলোমিটার কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাবে। এর ফলে আঞ্চলিক সংযোগ সুনিশ্চিত হওয়ার পাশাপাশি জীব বৈচিত্র রক্ষা পাবে।  

এরপর সন্ধ্যায় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের হুগলী জেলার সিঙ্গুরে ৮৩০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম ও অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় ৯০০ একর এলাকায় গড়ে ওঠা এই প্রকল্প কলকাতার উপর থেকে ভারী পণ্য পরিবহণের চাপ কমাতে সাহায্য করবে।

এছাড়াও কলকাতায় রাজ্যের জন্য নির্মিত বৈদ্যুতিক ক্যাটামারান জলযানও উদ্বোধন করবেন তিনি। বাঁকুড়ার ময়নাপুর-জয়রামবাটি নতুন রেললাইন ও একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনাও রয়েছে তাঁর কর্মসূচিতে। এর মধ্যে রয়েছে, হাওড়া – আনন্দ বিহার টার্মিনাল, শিয়ালদহ-বেনারস ও সাঁতরাগাছি-তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস।

সরকারী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর প্রধানমন্ত্রী দুপুরে একটি দলীয় জনসভায় ভাষণ দেবেন। এরপর তাঁর দিল্লী ফিরে যাবার কথা।