প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গ ও আসামে ৫ টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন। সিঙ্গুরে প্রায় ৮৩০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি তিনটে তিনি। এর মধ্যে হুগলী থেকে হাওড়া-আনন্দ বিহার টর্মিনাল, শিয়ালদহ-বেনারস ও সাঁতরাগাছি-তাম্বারাম ট্রেনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। পাশাপাশি আসামের নগাঁও জেলার কাইলাবোর থেকে আরও দুটো অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন তিনি। এগুলি হলো, কামাখ্যা-রোহটাক ও ডিব্রুগড়-লখনঊ অমৃত ভারত এক্সপ্রেস।
Site Admin | January 18, 2026 10:05 AM
প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গ ও আসামে ৫ টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন।