প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বোডো শান্তি চুক্তি এই সম্প্রদায়কে ব্যাপকভাবে উপকৃত করেছে। হাজারো যুবক অস্ত্র ও হিংসার পথ ছেড়ে মূলধারায় যোগ দিয়েছেন। আজ গুয়াহাটির অরুণ ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে ঐতিহ্যবাহী বোডো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাগুরুম্বা ধৌ ২০২৬’-এ যোগ দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে বোডো সম্প্রদায়ের ১০ হাজারের বেশি শিল্পী বাগুরুম্বা নৃত্য পরিবেশন করেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, শান্তি চুক্তির পর বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কেন্দ্রীয় সরকারের ১,৫০০ কোটি টাকার প্যাকেজের ফলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করে এবং মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে।
আসাম সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আগামীকাল একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং দুটি ট্রেনের উদ্বোধন করবেন।