January 17, 2026 8:59 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজদু দিনের পশ্চিমবঙ্গ ও অসম সফর শুরু করবেন, সূচনা করবেন হাওড়া ও গুয়াহাটির মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দু’দিনের পশ্চিমবঙ্গ ও অসম সফর শুরু করবেন। সফরের প্রথম দিনেই মালদা টাউন স্টেশনে প্রধানমন্ত্রী, হাওড়া ও গুয়াহাটি (কামাখ্যা)-র মধ্যে চলাচলকারী ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করবেন। আধুনিক ভারতে পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেন তৈরী করা হয়েছে। নতুন এই ট্রেনের সুলভ মূল্যে যাত্রীরা বিমান যাত্রার মতো পরিষেবা উপভোগ করতে পারবেন। দীর্ঘ যাত্রাপথে আরো দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।

এছাড়াও প্রধানমন্ত্রী মালদায় এক জনসমাবেশে তিন হাজার ২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।  এরমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে চারটি প্রধান রেল প্রকল্পের উদ্বোধনও।  প্রকল্পগুলি হল  বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেলপথ, নিউ জলপাইগুড়িতে পরবর্তী প্রজন্মের ফ্রেইট রক্ষনাবেক্ষন পরিষেবা কেন্দ্র, জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত ট্রেনের রক্ষনাবেক্ষন ব্যবস্থাপনা এবং শিলিগুড়ি লোকো শেডের আধুনীকিকরণ। এই প্রকল্পগুলি যাত্রী ও পণ্য পরিবহণকে আরও শক্তিশালী করবে, বাড়াবে উত্তরবঙ্গে লজিস্টিক ব্যবস্থাপনা। একই সঙ্গে নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী মালদা থেকেই চারটি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেবেন। এগুলি হল নিউ জলপাইগুড়ি-নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার-এসএনভিটি ব্যাঙ্গালুরু এবং আলিপুরদুয়ার-মুম্বই পানভেল অমৃত ভারত এক্সপ্রসে। নিউ কোচবিহার-বামনহাট ও নিউ কোচবিহার বক্সিরহাট রেললাইনের বৈদ্যুতিকরণের কাজও তিনি জাতির উদ্দেশে উত্সর্গ করবেন। ৩১ এর ডি জাতীয় সড়কের ধূপগুড়ি ফালাকাটা অংশের পুনর্নির্মাণ ও তা চার লেনের করার জন্য একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন শ্রা মোদী।

পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী অসমের গুয়াহাটিতে বোড়ো সম্প্রদায়ের ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা দিহৌ ২০২৬ এর অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে বোড়ো সম্প্রদায়ের ১০ হাজারের বেশী শিল্পী সমন্বিত ভাবে বাগুরুম্বা নৃত্য প্রদর্শন করবেন।

সফরের দ্বিতীয় দিনে শ্রী মোদি ৬ হাজার ৯৫০ কোটি টাকারও বেশি মূল্যের কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের ভূমি পূজা করবেন। তিনি গুয়াহাটি-রোহতক এবং ডিব্রুগড়-লখনউ -এর মধ্যে দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করবেন।

এই নতুন ট্রেন পরিষেবাগুলি উত্তর-পূর্ব এবং উত্তর ভারতের মধ্যে রেল যোগাযোগকে শক্তিশালী করবে এবং জনগণের জন্য নিরাপদ ও আরও সুবিধাজনক ভ্রমণের সুযোগ করে দেবে।

ওই দিনই প্রধানমন্ত্রী ফের আসবেন পশ্চিমবঙ্গে। হুগলীর সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম ও অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় ৯০০ একর এলাকায় গড়ে ওঠা এই প্রকল্প কলকাতার উপর থেকে ভারী পণ্য পরিবহণের চাপ কমাতে সাহায্য করবে বলে জানানো হয়েছে। একই দিনে কলকাতায় রাজ্যের জন্য নির্মিত বৈদ্যুতিক ক্যাটামারান জলযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাঁকুড়ার ময়নাপুর-জয়রামবাটি নতুন রেললাইন ও একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা রয়েছে কর্মসূচিতে। এরপর বিজেপির বিজয় সঙ্কল্প যাত্রাতেও তিনি ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় সংস্থাগুলি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—দু’দিনেই একাধিক বড় জনসমাগমের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।