January 16, 2026 11:04 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। নির্বাচিত কিছু স্টার্টআপ প্রতিনিধি তাদের কর্ম জীবনের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান সকলের সঙ্গে ভাগ করে নেবেন।

আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে, ২০১৬ সালের ১৬ ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের যুগান্তকারী কর্মসুচীর অঙ্গ হিসেবে স্টার্ট আপ ইন্ডিয়া শুরু হয়। এর উদ্যোগের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে উদ্ভাবনে উৎসাহিত করা এবং বিনিয়োগে আরো গতির সঞ্চার করা। এই উদ্যোগের আরো একাটি উদ্দেশ্য হলো ভারতকে চাকরিপ্রার্থীর পরিবর্তে চাকরি সৃষ্টিকারীদের একটি জাতিতে পরিণত করা। গত এক দশকে, স্টার্টআপ ইন্ডিয়া ভারতের অর্থনৈতিক ও উদ্ভাবনী কাঠামোর একটি ভিত্তিপ্রস্তর হিসেবে আবির্ভূত হয়েছে।

২০৩০ সালের মধ্যে ৭.৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে ভারতকে গড়ে তুলতে এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে নির্দিষ্ট লক্ষ্যপথে এগিয়ে যেতেই এই উদ্যোগ।