প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লীতে ভারতে স্টার্ট আপের এক দশকের অগ্রগতি বিষয়ে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে তিনি বিভিন্ন স্টার্ট আপ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ভারতে এক দশকের স্টার্ট আপের অগ্রগতিতে তাঁদের অভিজ্ঞতার কথা জানাবেন।
উল্লেখ্য ২০১৬ সালের জানুয়ারী মাসে প্রধানমন্ত্রী দেশে উদ্ভাবন ও উদ্যোগকে উৎসাহ দিয়ে স্টার্ট আপ কর্মসূচীর সূচণা করেন। গত এক দশকে আমাদের দেশে দু’লক্ষের ও বেশী স্টার্ট আপ সংস্থা দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে।